January 3, 2025
আঞ্চলিক

কেশবপুরে উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে-৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটর্নিং অফিসার।

বুধবার সকালে সিনিয়র যশোর জেলা নির্বাচন অফিসে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও সিনিয়র যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এইচ এম আমির হোসেন, স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলাম ও জাতীয় পার্টি মনোনীত হাবিবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সাঈদুর রহমান গাজী (সাঈদ), ছাত্রলীগের পলাশ মল্লিক ও হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা সাদেক ও রাবেয়া খাতুনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ রানা, কবির হোসেন, মশিয়ার দফাদার ও মাহাবুর রহমান উজ্জ্বলের মনোনয়ন পত্র বাতিল করেছে রিটর্নিং অফিসার। উল্লেখ্য কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *