কেশবপুরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি \
কেশবপুরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও শিশুসদনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃহস্পতিবার দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ব্যাবসায়ী নাছির আহম্মেদ গাজী, আক্তারুজ্জামান ও আব্দিুল আজিজ ছোট।