কেরালায় রান্নাঘরে মিললো মডেলের মরদেহ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের প্রখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব, তারকা রন্ধনশিল্পী ও মডেল জেগি জন আর নেই। সোমবার (২৩ ডিসেম্বর) কেরালার তিরুবনন্তপুরম নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওইদিন বিকেলে জেগির ফ্ল্যাটের রান্নাঘরে তার নিথরদেহ পড়ে থাকতে দেখে তার এক বন্ধু পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, এই তারকার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্নও নেই। পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেগির ময়নাতদন্ত করা হবে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য অনুসন্ধান চালানো হবে।
জেগি জন মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ভারতীয় একটি টেলিভিশনে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘‘জাগে’স কুকবুক’’ পরিচালনা করতেন। ‘ককটেইল’ ও ‘লিটল কুকস’ নামের দুইটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে তাকে দেখা গেছে। সুন্দরী প্রতিযোগিতার বিচারক হিসেবে তার খ্যাতি রয়েছে। এছাড়া তিনি গান গাইতেন এবং পাশাপাশি মোটিভেশনাল স্পিকারও ছিলেন।