কেরানীগঞ্জে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুসহ ২ জন নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
কেরানীগঞ্জে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ রাজমিস্ত্রী। গতকাল রবিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন গোপপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজমিস্ত্রী বাবু (২৩) ও শিশু মো. রহিম (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপপাড় এলাকায় সকাল থেকে দেয়াল নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। এসময় হঠাৎ করে দেয়ালটি ধসে পড়লে চাপা পড়েন শিশুসহ বেশ কয়েকজন রাজমিস্ত্রি। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করলে শিশুসহ দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি আরও দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক কে এম সাইদুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।