January 22, 2025
জাতীয়

কেবিন ক্রুর গায়ে জড়ানো দশ কেজি সোনা

দক্ষিণাঞ্চল ডেস্ক

বিমানবন্দরের গ্রিন চ্যানেল পেরিয়ে গাড়ি ওঠার মুহূর্তে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের বাধার মুখে পড়েন ইউএস বাংলার কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমি। যেহেতু আগে থেকেই খবর ছিল, তাই দেহ তল­াশী করে তার শরীরে টেপ দিয়ে পেঁচিয়ে রাখা ৮২টি সোনার বার বের করে আনা হয়।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে এসব সোনা জব্দ করা হয়। সবমিলিয়ে দশ কেজি ওজনের এসব সোনার আনুমানিক বাজারদর প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটটি ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে সকাল দশটায় ৫০ মিনিটে ঢাকায় পৌঁছায়। এরপর রোকেয়া শেখ মৌসুমি গ্রিন চ্যানেল দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার মুহূর্তে আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে বিমানবন্দরের মূল ভবনে নিয়ে তল­াশী করে শরীরের বিভিন্ন অংশে প্যাঁচানো ৮২টি সোনার বার উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *