কেনিয়ায় ভূমিধসে অন্তত ১২ জনের প্রাণহানি
দক্ষিণাঞ্চল ডেস্ক
কেনিয়ায় ভূমিধসে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। তীব্র ঝড়বৃষ্টির কারণে ভূমিধসে তাদের বাড়িঘর ভেসে গেলে এসব প্রাণহানি ঘটে। স্থানীয় সরকার কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
রাজধানী নাইরোবি থেকে ৩৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে ওয়েস্ট পোকোট এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওয়েস্ট পোকোট কাউন্টি কমিশনার অ্যাপোলো ওকেলো শনিবার সাংবাদিকদের বলেন, ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
তিনি বলেন, তুমুল বৃষ্টির কারণে আমাদের বেগ পেতে হচ্ছে। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কেবল কেনিয়াই নয় কয়েক সপ্তাহের তীব্র ঝড় বৃষ্টির কারণে পূর্ব আফ্রিকাজুড়েই ভূমিধসের ঘটনা ঘটছে।