কেনিয়ায় করোনা আক্রান্ত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে একজনকে পিটিয়েছে মেরে ফেলেছে একদল যুবক। বুধবার আফ্রিকার দেশ কেনিয়ায় দক্ষিণ-পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলাকারীরা দাবি করেছে অভিযুক্ত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এমন সন্দেহে একজনকে পিটিয়েছে আতত করে। পরে হাসপাতালে মারা যায় ওই ব্যক্তি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কেনিয়ায় সাতজনের করোনাভাইরাস ধরা পড়েছে। এ ছাড়া ১১ জনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের ভাইরাস টেস্টের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এ ভাইরাস এখন পর্যন্ত অন্তত ১৭২ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।