কেডিসি’র পক্ষ থেকে এতিমখানায় শিক্ষা উপকরণ হস্তান্তর
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি)’র পক্ষ থেকে ডুমুরিয়ার শরাফপুর দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা এবং সেনপাড়া এতিমখানায় শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়েছে। শিক্ষা উপকরণের মধ্যে ছিল- স্কুল ব্যাগ, পানির পট, পেন বক্স, ১০টি করে খাতা ও কলম।
সংগঠনের চেয়ারম্যান প্রভাষক এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এস কে এমডি বাহলুল আলম এর পরিচালনায় শিক্ষা উপকরণ হস্তান্তর প্রোগ্রামে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইলেক্ট মোঃ নজরুল ইসলাম, সম্মানিত সদস্য ড. সৈয়দ হাফিজুর রহমান, আজিজুল হাসান দুলু, মো: আবু তৈয়ব মুন্সী, কোঃ চেয়ারম্যান অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, মোঃ মাহাবুব আলম, তানজিমা জেসমিন, সম্পাদকমন্ডলীর মোঃ আব্দুস সালাম শিমুল, শফিকুল আলম বিপ্লব, কনিকা চৌধুরী ফারহানা, মোঃ সাইফুর রহমান সুজন, জি এম শহিদুল ইসলাম, এস এম মিশকাতুল ইসলাম, জয়নাল ফরাজী, শিরিনা পারভীন, শারমিন সুলতানা রুনা, কাজী আইনুল মুন, সাখাওয়াত হোসেন স্বপন, প্রভাষক ইফাত সানিয়া ন্যান্সি, কাজী তাসকিন শরিফ, ডাঃ বাপ্পি দাস, মোঃ হাসিবুর রহমান ইমন, মোঃ মাসুদ রানা, ইয়াফেজ ইসতিহাদ দীপ, আঃ জলিল সাগর প্রমুখ।