কেক খাওয়া নিয়ে ঝগড়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝালকাঠিতে কেক খাওয়া নিয়ে বাক-বিতণ্ডার জেরে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে। রাজাপুর উপজেলায় সোমবার রাত ১০টা দিকে এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি মো. জাহিদ জানান। নিহত আব্দুর রহমানের (১৮) বাড়ি ওই উপজেলায়।
পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের দাদা বাদী হয়ে তার ছোট নাতিকে (অপ্রাপ্ত বয়স্ক বলে নাম প্রকাশ করা হলো না) আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
ওসি বলেন, বাড়িতে কেক খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে হাতাহাতির এক পর্যায়ে আব্দুর রহমানকে তার ছোট ভাই ঘরে থাকা একটি ধারাল দা দিয়ে মাথায় কোপ দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।