কেকেআর শিবিরে ধাক্কা, খেলতে পারবেন না ইংলিশ পেসার
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের এবারের আসরকে সামনে রেখে কোমড় বেঁধে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। তবে এমন সময়ে দুঃসংবাদ ভেসে এলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে।
হাতে বেশি সময় নেই। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের তেরতম আসর। এমন সময়ে ইংল্যান্ডের বাঁহাতি পেসার হ্যারি গার্নে ছিটকে পড়েছেন কাঁধের চোটে। ফলে কেকেআর শিবিরে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না তিনি।
গত মৌসুমে কেকেআরের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছিলেন গার্নে। এবারও ৩৩ বছর বয়সী এই পেসারকে ছাড়েনি কলকাতার দলটি। কিন্তু কপাল খারাপ তার, এমন সময়ে এসে চোটে পড়লেন।
নটিংহ্যামশায়ার ক্রিকেটের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে গার্নে বলেছেন, ‘আর সবার মতো চলতি বছর ক্রিকেট শুরুর অপেক্ষায় আমিও হতাশার দিন কাটিয়েছি। এর মধ্যে ছিটকে পড়ে খুবই বিধ্বস্ত লাগছে।’
টি-টোয়েন্টি ফরমেটে ১৫৬ ম্যাচে ১৯০ উইকেটের মালিক গার্নে। ইংল্যান্ডের হয়েও ১০টি ওয়ানডে আর ২টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে ওয়ানডেতে ১১ আর টি-টোয়েন্টিতে ৩টি উইকেট নিলেও ক্যারিয়ার বড় হয়নি। ২০১৪ সালে অভিষেকের পর সে বছরই দল থেকে বাদ পড়েন।