কেএমপি’র ৮ দিনের বিশেষ অভিযানে আটক ৩৮৩
দ: প্রতিবেদক
খুলনায় আটদিনের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৪ জন মাদক ব্যবসায়ীসহ ৩৮৩ জনকে আটক করেছে মেট্রোপলিট পুলিশ (কেএমপি)। গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে ১৬ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার কেএমপির’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু দক্ষিণাঞ্চলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এবং এ লক্ষ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় খুলনা মহানগরীতে ৮ জানুয়ারি মধ্যরাত হতে ১৬ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিশেষ অভিযানে ১২৪ জন মাদক ব্যবসায়ীসহ ৩৮৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় এদের নিকট থেকে সর্বমোট ১১০৩ পিস ইয়াবা, ৯৪ বোতল ফেন্সিডিল, ৫৯০ গ্রাম গাঁজা, ১৬৫ লিটার চোলাই মদ, ২৪ ক্যান বিয়ার, ৩ বোতল হুইস্কি, ৩ বোতল কেরু, ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।