কেএমপি’র মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কেএমপি’র মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা থানাধীন নতুন বাজার ভেড়ি বাঁধ রোডের ছবি ফিস এর পাশের ময়দানে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত সরদার রকিবুল ইসলাম বিপিএম।
আরও উপস্থিত ছিলেন এডিসি দক্ষিণ এম এম শাকিলুজ্জামান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), এডিসি আরসিডি শেখ মনিরুজ্জামান মিঠু (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), এসি খুলনা জোন আল বেরুনী (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ওসি খুলনা থানা, ২২ ও ২৯নং ওয়ার্ড কাউন্সিল ও স্থানীয় ব্যক্তিবর্গ।