কেএমপি’র বিশেষ অভিযানে আটক ২১
দ: প্রতিবেদক
খুলনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত মহানগরীর আট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ০৫ জন মাদক ব্যবসায়ীসহ মোট ২১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল ও ০৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে।