কেএমপি’র অভিযানে লবণচরার তালিকাভুক্ত সন্ত্রাসী শেখ গোলাম মোস্তফা (ট্যারা মোস্ত) গ্রেফতার
০৯ আগস্ট ২০২৩ খ্রিঃ রাত্র ০১.০৫ ঘটিকায় লবণচরা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা (ট্যারা মোস্ত), পিতা-শেখ আবুল হোসেন, সাং-লবণচরা বান্দাবাজার, থানা-লবণচরা, খুলনা মহানগরী’কে লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা@ট্যারা মোস্তর নিকট হতে ০১ (একটি) চাপাতি আলামত উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা(ট্যারা মোস্তর) বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৪৪৮/৪২৭/৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়েছে। উল্লেখ্য, উক্ত আসামী শেখ গোলাম মোস্তফা ট্যার’র নামে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা মামলা-০৮ টি, চাঁদাবাজি মামলা-০৪ টি, জালিয়াতি মামলা-০১ টি, অস্ত্র আইনে মামলা-০১ টি এবং বিভিন্ন ধারায়-১২ টি মামলাসহ সর্ব মোট ২৬ টি মামলা রহিয়াছে।
আসামী শেখ গোলাম মোস্তফার মামলাসমূহের বিস্তারিত বর্ণনা নিন্মরুপঃ-
হত্যা মামলা-০৮ টি।
১। বটিয়াঘাটা থানার মামলা নং-৩(৬)০৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
২। খুলনা থানার মামলা নং-৫(৬)০৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
৩। খুলনা থানার মামলা নং-৭(৯)০৩, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড
৪। ডুমুরিয়া থানার মামলা নং-১৩(৪)০৪, ধারা-৩০২ পেনাল কোড
৫। খুলনা থানার মামলা নং-০৬(০১)০৯, ধারা-৩৪৯/৩৮৫/৩২৪/৩২৩/৩২৬/৩৭৯/৩৪ পেনাল কোড
৬। খুলনা থানার মামলা নং-০৬(১২)১২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
৭। খুলনা থানার মামলা নং-০৪(০২)১০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
৮। খুলনা থানার মামলা নং-০৭(০৮)১৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
চাঁদাবাজী মামলা-০৪ টি।
১। খুলনা থানার মামলা নং-২(১)১১, ধারা-১৪৩/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড
২। খুলনা থানার মামলা নং-১১(৪)১২, ধারা-১৪৩/৪৪৭/৩৮৫/৪২৭/৫০৬ পেনাল কোড
৩। লবণচরা থানার মামলা নং-০১(১০)২০১৯ ইং, ধারা-৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৩৮৫/৩৮৭/৫০৬ পেনাল কোড
৪। খুলনা থানার মামলা নং-২৯(৮)১৩, ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩৮৫/৩৮৭ পেনাল কোড
অস্ত্র মামলা-০১ টি।
১। লবণচরা থানার এফআইআর নং-১৫(১২)২০২২ খ্রিঃ; ধারা- ১৯(ব) ১৮৭৮ সালের অস্ত্র আইন
জালিয়াতি/প্রতারণা মামলা-০১ টি।
০১। খুলনা থানার মামলা নং-৫৪(০৩)২০১৯, ধারা-৪১৯/৪২০/৪৬৪/৪৬৮/৪৭০/৪৭১ পেনাল কোড
বিভিন্ন ধারায় মামলা-১২ টি।
১। খুলনা থানার মামলা নং-২২(৮)৯৫, ধারা-৩৩২/৩৫৩/৪২৭/১১৪ পেনাল কোড
২। খুলনা থানার মামলা নং-৪(৯)৯৫, ধারা-৩২৩/৩৭৯ পেনাল কোড, তৎসহ বিস্ফোরক আইনের ৩ ধারা
৩। খুলনা থানার মামলা নং-৪১(১১)৯৫, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯ পেনাল কোড তৎসহ বিস্ফোরক আইনের ৩ ধারা
৪। খুলনা থানার মামলা নং-২৪(১০)০২, ধারা-দ্রুত বিচার আইন
৫। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৬/৯ সি
৬। বটিয়াঘাটা থানার মামলা নং-৮(১)১৩, ধারা-৪২৭/৪৪৭ পেনাল কোড
৭। রূপসা থানার মামলা নং-০৬(৮)১৩, ধারা-৩৬৪/৩৪ পেনাল কোড
৮। বিজ্ঞ নির্বাহী ম্যাজিঃ আদালত ‘ক’অঞ্চল মামলা নং-১০(১০)১০, ধারা-১০৭/১১৭
৯। লবণচরা থানার মামলা নং-০৪(১২)২০১৫, ধারা-৩৭৯ পেনাল কোড
১০। লবণচরা থানার মামলা নং-১৪(০৯)২০১৮, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫ (৩)/২৫ডি
১১। দৌলতপুর থানার মামলা নং-১২(০৫)২০১৬, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের ১১(গ)/৩০
১২। লবনচরা থানার এফআইআর নং-১৪(১২)২০২২, ধারা-১৪৩/৩৪১/১০৯/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৭৯ পেনাল কোড-১৮৬০
যে মামলায় গ্রেফতার হলো তার বিবরণ:
বাদী মোঃ মোফাজ্জেল শেখ(৬৪), পিতা-মোঃ জজ আলী শেখ, সাং-তেঁতুলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা লবণচরা থানায় হাজির হয়ে আসামী ১) শেখ গোলাম মোস্তফা@ট্যারা মোস্ত(৪৫), পিতা-শেখ আবুল হোসেন, সাং-বান্দাবাজার, থানা-লবণচরা, জেলা-খুলনা; ২) মনির(৫০), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-লবণচরা; ৩) আইয়ুব(৫৮), পিতা-অজ্ঞাত, সাং-রহমানিয়া ১ম গলি, থানা-লবণচরা, খুলনা মহানগরীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ@ শামিম(৬০) প্রবাসী গত অনুমান ০৯ মাস পূর্বে বাদীর ভাই দেশে আসে। গত ২৭/০৭/২০২৩ খ্রিঃ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় লবণচরা থানাধীন বান্দাবাজারস্থ বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ@শামিম(৬০) এর বাড়ীর সামনে রাস্তার উপর আসামীরা অস্ত্র-সস্ত্রয় সজ্জিত হইয়া বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ@শামিম এর পথরোধ করে তাহার নিকট ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা চাঁদা দাবি করে। বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ@শামিম আসামীদেরকে চাঁদা দিতে অস্বীকার করিলে ১ নং আসামী বাদীর ভাইয়ের মাথা লক্ষ্য করে চাপাতি দিয়ে এবং অনান্য আসামীরা তাদের হাতে থাকা রামদা ও ছোরা দিয়ে ভয়ভীতি দেখিয়ে বাদীর ভাইয়ের কাছে থাকা ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা জোর পূর্বক নিয়ে যায়। বাকি ৬,৭০,০০০/-(ছয় লক্ষ সত্তর হাজার) টাকা আসামীদের প্রদান না করে তাহলে আসামীরা তাদের দেখে নেবে, তাদের ক্ষতি করবে, প্রাণে মেরে গুম করে ফেলবে এবং বাড়ী দখল করবে মর্মে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। উক্ত ঘটনার জের ধরে গত ০৫/০৮/২০২৩ খ্রিঃ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় উক্ত আসামীরা বাদীর ভাইয়ের বাড়ীতে আসে বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ @ শামিম (৬০) বাড়িতে না থাকায় বাদীর ভাইয়ের ছেলে মাইনুল হাসান শেখ(১৭) আসামীদেরকে চাঁদা দিতে অস্বীকার করিলে ১নং আসামী তাহার উপর ক্ষীপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতঃ মারধর করে এবং অনান্য আসামীদের নিকট থাকা কুড়াল, শাবল, লোহার রড দ্বারা বাড়ির বেড়া ভেঙ্গে ফেলে ও বৈদ্যুতিক মিটার এর তার কেটে ক্ষতিসাধন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/ ৩৮৭/৪৪৮/৪২৭/৫০৬ (২) পেনাল কোড রুজু হয় এবং আসামী গ্রেফতার করা হয়।