কেইউজে’র প্রকাশনার জন্য নাম আহবান
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র প্রচার ও প্রকাশনা উপ কমিটির এক জরুরী সভা গতকাল শনিবার দুপুর ১২টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপ-কমিটির আহবায়ক মহেন্দ্রনাথ সেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম নূর হাসান জনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি হুমায়ূন কবীর, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য বিমল সাহা প্রমূখ।
সভায় ইউনিয়নের প্রকাশনার লক্ষ্যে ইউনিয়নের সকল সদস্যদের নিকট থেকে নাম আহŸানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩০ জুনের মধ্যে উপ কমিটির আহবায়ক ও সদস্য সচিব বরাবর নাম প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। নাম দাতাদের মধ্যে সেরা তিন জনকে সম্মাননা প্রদান করা হবে।