কেইউজে’র নির্বাচন: ১১ পদে ৩৪টি মনোনয়নপত্র দাখিল
দ: প্রতিবেদক
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর বার্ষিক নির্বাচন (২০১৯-২০) এ নির্বাহী কমিটির ১১টি পদে ৩৪টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ওয়াদুদুর রহমান পান্না ও সদস্য গোলাম মোস্তফা সিন্দাইনী স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. শাহ আলম, মোজাম্মেল হক হাওলাদার ও মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভাপতির দুটি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন। এরা হলেন মো. শাহ আলম, দেবব্রত রায়, রাশিদুল আহসান বাবলু, কাজী শামীম আহমেদ, মোঃ হুমায়ুন কবির, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, শামীম আশরাফ শেলী ও মহেন্দ্রনাথ সেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কৌশিক দে বাপী, আসাদুজ্জামান রিয়াজ ও সাঈয়েদুজ্জামান সম্রাট। যুগ্ম সম্পাদকের ১টি পদে শেখ কামরুল আহসান, নেয়ামুল হোসেন কচি, এস এম নুর হাসান জনি ও বিমল সাহা মনোনয়নপত্র দাখিল করেছেন। কোষাধ্যক্ষ পদে অভিজিৎ পাল, শামীম আশরাফ শেলী, বাপ্পী খান মনোনয়নপত্র দাখিল করেছেন। দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন রাশিদুল আহসান বাবলু, দিলীপ বর্মন ও জয়নাল ফরাজী। প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দিলীপ বর্মন, এস এম নুর হাসান জনি ও আল মাহমুদ প্রিন্স। নির্বাহী সদস্যের ৩টি পদে আনোয়ারুল ইসলাম কাজল, কাজী শামীম আহমেদ, রকিব উদ্দিন পান্নু, এস এম কামাল হোসেন, এস এম নুর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা মনোনয়নপত্র দাখিল করেছেন। উলেখ্য, আগামী ১৭ ফেব্র“য়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।