কেইউজের নবনির্বাচিতদের নগর ছাত্রলীগের অভিনন্দন
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নবনির্বাচিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রবিবার অনুষ্ঠিক নির্বাচনে সভাপতি পদে মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক পদে সাঈয়েদুজ্জামান সম্রাট, সহ-সভাপতি হুমায়ুন কবির, মহেন্দ্রনাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হাসান কচি, কোষাধ্যক্ষ অভিজিত পাল, দপ্তর সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত জয়নাল ফরাজি, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা নির্বাচিত হন।