কেইউজে’র কর্মসূচি প্রেস ক্লাবের আগামী সভা পর্যন্ত স্থগিত
গতকাল শনিবার বিকাল ৩টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর জরুরী সভা সংগঠনের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। বক্তব্য রাখেন, মো. হুমায়ূন কবীর, মহেন্দ্রনাথ সেন, নেয়ামুল হোসেন কচি, আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা।
সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুকে খুলনা প্রেস ক্লাব থেকে বহিষ্কার করায় গত ১ মে ইউনিয়নের সাধারণ সভায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কর্মসূচি দিয়ে প্রেসক্লাবকে চিঠি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক ১২ মে খুলনা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করার সিদ্ধান্ত ছিলো। কিন্তু ইতোমধ্যে খুলনার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে মল্লিক সুধাংশু’র বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় খুলনা প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাদের ভুল সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ইউনিয়নের নেতৃবৃন্দকে জানিয়েছেন। মল্লিক সুধাংশুর বহিষ্কারদেশ প্রত্যাহারের জন্য খুলনা প্রেস ক্লাব এ মাসেই নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আশ্বস্ত করেছেন। খুলনা প্রেস ক্লাব কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে খুলনা সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাবের আগামী কার্যনির্বাহী সভা পর্যন্ত ইউনিয়নের এ সংক্রান্ত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। খুলনা প্রেস ক্লাবের আগামী সভার সিদ্ধান্তের আলোকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলে ইউনিয়নের জরুরী সভায় সিদ্ধান্ত হয়।