কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলনের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
কৃষি ও পরিবেশ খাদ্য নিরাপত্তার প্রধান নিয়ামক এই শ্লোগান নিয়ে ভূমির ব্যবহার ও পরিবেশ সুরক্ষায় এবং উন্নয়নে ব্যাপক কার্যক্রম করার লক্ষ্যে খুলনায় গঠিত হয়েছে ”কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলন” নামক নতুন সংগঠন। সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সিডিপি সম্মেলন কক্ষে কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন শ্যামল সিংহ রায়। বক্তব্য রাখেন পরিবেশ কর্মি ও উন্নয়ন সংগঠক এসএম ইকবাল হোসেন বিপ্লব, এনসিআরবি’র খুলনা জেলা সাধারন সম্পাদক এমএ কাশেম, খুলনা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, আনোয়ারা পারভীন আক্তার পরী, নিখিল কুমার বিশ্বাস, এসএমএ রহিম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শ্যামল সিংহ রায়-কে সভাপতি এবং এসএম ইকবাল হোসেন বিপ্লব-কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলন-এর কমিটি গঠন করা হয়।