কৃষি আমাদের সমৃদ্ধির হাতিয়ার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কৃষি এখন আমাদের সমৃদ্ধির হাতিয়ার। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এর পিছনে সবচাইতে বড় অবদান কৃষির। সেইসঙ্গে কৃষির ন্যায্য মূল্য পাওয়ার জন্য সরকারের বিপণন অধিদফতরগুলো ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, কৃষক তখনই ন্যায্য মূল্য পাবে, যখন চাহিদাটি তৈরি হবে অর্থাৎ সেটি শুধু দেশের চাহিদা নয় আন্তর্জাতিক চাহিদাতেও সম্ভব।
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রাক্তন মহাপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ হামিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী কৃষি মেলায় জেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও জেলা কৃষি বিভাগের ১৪ টি-স্টল রয়েছে।