কৃষকের বোরো মৌসুমের ফসল তুলতে ধান কাটা মেশিন প্রদান নগর যুবলীগের
খবর বিজ্ঞপ্তি
বোরো মৌসুমে কৃষকের ফসল ঘরে তুলতে ধান কাটা মেশিন কিনে দিচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বর্তমান পরিস্থিতিতে বরো ধান ঘরে তুলতে কৃষকদের বর্গাচাষী সঙ্কটে পড়তে হচ্ছে। ফলে মাঠ থেকে ধান ঘরে তুলতে কৃষকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি বৈশাখ মাসে যে কোন সময়কাল বৈশাখিতে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি তো রয়েছে। কৃষকের এই কষ্ট লাঘবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় ও প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর যুবলীগ।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার তেরখাদার আজগড়া ইউনিয়নের বাইশোখালি বিলে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন দান করা হয়। এবং মেশিন দিয়ে ধান কেঁটেও দেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত কৃষক ফারুক মোল্লা বলেন, দেখেন এক ঘন্টায় আমার এক বিঘার জমি কাটা হয়ে গেছে। মেশিন ছারা ধান কাঁটতে গেলে আমার চার জন বর্গাচাষি লাগত। সময় লাগত আরো অনেক। লকডাউনের এই সময় বর্গাচাষিদের পাওয়া যাচ্ছে না যাও পাওয়া যেত টাকা লাগতেছে অধিক।
পাশের জমির মালিক ইমরান মোল্লা বলে, বর্গা চাষীর খরচ, বীজ ও সেচ এবং সারের খরচসহ সকল খরচ করে হাটে ধানের যে দাম পাওয়া যায় তাতে আমাদের এবার লোকসানে পরতে হবে। এই মেশিন দিয়ে বিনাখরচে ধান কাঁটতে পারলে আমাদের লোকসান হবে না।
বর্গাচাষী আলাল মোল্লা বলেন, কাঁচি ধান কাটতে গেলে যেমন সময় ও পরিশ্রম লাগে কিন্তু মেশিন দিয়ে ধান কাটতে গেলে আপনার সেই সময় বা পরিশ্রম লাগবে না।
মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেন, আমাদের অর্থনীতি মুলত কৃষি নির্ভর। কৃষকরা লাভাবন হলে আমাদের অর্থনীতি ভাল থাকবে। এ কারনেই আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও ধান কাটার কর্মসূচি গ্রহন করেছি।
এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন বলেন, প্রতি বছরই খুলনায় আমন ও বরো ধানের বাম্পার ফলন হয়। কিন্তু গত দুই বছর ধরে কৃষকরা এই ফসল ঘরে তুলতে বিপাকে পড়ছেন। লকডাউনের কারনে বর্গাচাষী পাওয়া যাচ্ছে না। বৈশাখ মাসে যে কোন সময় কাল বৈশাখি আঘাত আনলে এই ফসল মাঠেই নষ্ট হবে। এ কারনেই আমরা কৃষকদের পাশে দাঁড়াাচ্ছি। কারন কৃষক বাঁচলে, আমরা বাঁচব। এটা বর্তমান যুবলীগের নেতৃত্বের যে মানবিক কার্যক্রম তার অংশ হিসেবে খুলনায় আমরা বাস্তবায়ন করছি। খুলনা জেলার যে সকল উপজেলায় ধান তুলতে কৃষকদের সমস্যা হচ্ছে সেই সকল স্থানে আমরা এই মেশিন দান করব। শুধু মেশিন দান করবই না আমরা এর পরিচালনার খরচও আমরা বহন করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় এবং প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের সহযোদিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষক শিবপদ রায়, হাবিবুর রহমান, দিকন, সাদ, যুবলীগ নেতা অভিজিৎ চক্রবর্তী দেবু, মশিউর রহমান সুমন, অভিজিৎ পাল, সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, মাহামুদুল হাসান রাজেস, মুক্তাদুল ইসলাম সোহাগ, জামিল আহমেদ সোহাগ, সাগর মজুমদার, রবিউল ইসলাম রবি, রিপন, মোঃ রাসেল, রাহুল প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়