January 22, 2025
জাতীয়

কৃষকের ধান কাটতে নেতাকর্মীদের নির্দেশ জি এম কাদেরের

বোরো ধান ঘরে তুলতে কৃষকদের সহায়তা করতে জাতীয় কৃষক পার্টিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। মঙ্গলবার এক বিবৃতিতে এই নির্দেশ দেন তিনি।

জি এম কাদের বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছে না। আবার বর্তমান বাস্তবতায় শ্রমিকদের মজুরি দেয়ার যথেষ্ট সামর্থ্য নেই প্রান্তিক কৃষকদের। তাই কৃষকদের এমন দুঃসময়ে জাতীয় কৃষক পার্টির নেতা-কর্মীরা অবশ্যই তাদের সহায়তায় এগিয়ে যাবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, চলমান মৌসুমের বোরা ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাতীয় কৃষক পার্টির পাশাপাশি জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি, জাতীয় ওলামা পার্টি, জাতীয় মৎস্যজীবী পার্টি, জাতীয় তাঁতী পার্টিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কৃষকদের সহায়তায় এগিয়ে আসুন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *