December 22, 2024
আঞ্চলিক

কৃষকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আলোচনা সভা শুরু করা হয়।

সংগঠনটির সাতক্ষীরা জেলা আহবায়ক আহসানুল কাদির স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড, সৈয়দ ইফতেখার আলী। জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক সালাউদ্দীন লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শের আলী, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সম্পাদক এইচ আর মুকুল, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আলী হাসান, স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। এসময় সেখানে কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ সংগনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *