November 26, 2024
আঞ্চলিক

কুয়েট হল কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

 

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাসের কারণে আর্থিকভাবে বিপর্যস্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিভিন্ন হলে কর্মরত হল কর্মচারীদের মধ্যে হলসমূহের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ১৫২ জন হল কর্মচারীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, ড. এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ফজলুল হক হলের সহকারী প্রভোস্ট ড. মোঃ ইলিয়াস উদ্দিন, লালন শাহ্্ হলের সহকারী প্রভোস্ট পারভেজ আহম্মেদ, অমর একুশে হলের সহকারী প্রভোস্ট মোঃ আব্দুল হাফিজ মিয়াসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. ইসমাঈল সাইফুল্যাহ, কম্পট্রোলার মোঃ নূরুজ্জামান, প্রমুখ।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রথম থেকেই সচেষ্ট। ইতোপূর্বে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে কয়েক হাজার বোতল হ্যান্ড সেনিটাইজার বিতরণ, ক্যাম্পাস ও ফুলবাড়ীগেট এলাকায় সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন এবং হ্যান্ড বিল বিতরণ করা হয়। এছাড়া, গত ০৫ এপ্রিল রবিবার বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কুয়েট ও আশেপাশের ১৩৫ টি কর্মহীন অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *