কুয়েট স্কুলে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক সম্পর্কে গণসমাবেশ
খানজাহান আলী থানা প্রতিনিধি
দিঘলিয়া উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুকসহ মাদকের বিস্তার নিরোধকল্পে গণসচেতনামূলক গণসমাবেশের অংশ হিসাবে গতকাল বুধবার সকাল ১০টায় কুয়েট স্কুল প্রাঙ্গনে যোগিপোল ইউনিয়নের খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভাসিটি স্কুল, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং খানাবাড়ী গালর্স হাই স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা কমিটির আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজ আল আসাদ। কর্মশালার প্রধান অতিথি ছিলেন কুয়েট স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য প্রফেসর ড. জলী সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলার ভাইস-চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, ফুলবাড়ীগেট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই বিধান চন্দ্র সানা, কুয়েট স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম। বক্তৃতা করেন জাইকা ইউডিএফ, ইউজিডিপি প্রতিনিধি দেওয়ান আবু রেজা মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোছাঃ মাকসুদা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।