January 12, 2025
আঞ্চলিক

কুয়েট স্কুলের শিক্ষক সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নির্বাচিত

খানজাহান আলী থানা প্রতিনিধি

ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হিসাবে সপ্তাহের সেরা কন্টেন্ট হিসাবে কুয়েট হাই স্কুলের সহকারী শিক্ষক দেব প্রসাদ মন্ডল নির্বাচিত হয়েছেন। ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি উন্নয়নের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের ‘‘শিক্ষক বাতায়ন’’ এর আয়োজনে দেশব্যাপী স্কুল পর্যায়ে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকদের মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেনী কক্ষে আইসিটি শিক্ষা দানের পদ্ধতির ‘‘শিক্ষক বাতায়ন’’ স্কুলের শিক্ষকগণদের নিয়ে বিভিন্ন স্থরের ক্লাশ পরিচালনার জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ডিজিটাল কন্টেন্ট তৈরী প্রতিযোগিতার আয়োজন করেন।

গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষক বাতায়ন এর ৩১তম সভায় সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হিসাবে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের শিক্ষক দেব প্রসাদ মন্ডলকে দেশব্যাপী শিক্ষক বাতায়নের ৯ লক্ষ  শিক্ষকদের মধ্যে থেকে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা ঘোষনা করা হয়। ২০১৪ সাল থেকে চালু হওয়া এই প্রতিযোগিতায় তিনি খুলনায় ৩য় তম ব্যাক্তি এর আগে দু’জন এ বিশেষ সম্মাননা অর্জন করে। দেব প্রসাদ মন্ডল সাতক্ষিরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের নিরঞ্জন মন্ডলের একমাত্র পুত্র। তিনি খুলনার বিএল কলেজ থেকে বাংলায় অনার্স মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০১৫ সালে তিনি কুয়েট স্কুলের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *