January 22, 2025
আঞ্চলিক

কুয়েট শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্যানেলের বিজয়

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্যানেল নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্যানেল থেকে প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী সভাপতি নির্বাচিত হন প্রফেসর ড. নূরুন্নবী মোল্লাকে হারিয়ে এবং একই প্যানেলের ড. মোঃ আব্দুল হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলামকে হারিয়ে।

এছাড়া, সহ-সভাপতি পদে ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সহ-সাধারণ সম্পাদক পদে প্রতীক চন্দ্র বিশ^াস, কোষাধ্যক্ষ পদে খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম, ক্রীড়া সম্পাদক পদে এইচ এম আব্দুল ফাত্তাহ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাওনী প্রিয়ম শিকদার, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে সৌমিত্র কুমার সরকার এবং সদস্য পদে ড. মোঃ ইলিয়াস উদ্দিন, অধ্যাপক বি এম ইকরামুল হক, প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন ও আবু-হেনা মোস্তফা কামাল নির্বাচিত হন। নির্বাচিতদের মধ্যে প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম ছাড়া সকলেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ আলহাজ উদ্দীন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *