December 21, 2024
আঞ্চলিক

কুয়েট শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনস্থ শিক্ষক সমিতির কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ এবং দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, সহ-সাধারণ সম্পাদক পদে ড. মোঃ আব্দুল হাসিব, কোষাধ্যক্ষ পদে মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে ড. মোঃ আশরাফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক পদে আবু-হেনা মোস্তফা কামাল, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতীক চন্দ্র বিশ্বাস এবং সদস্য পদে প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, প্রফেসর ড. এম এম তওহিদ হোসেন, প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, প্রফেসর ড. শেখ মোহাম্মদ মাসুদুল আহসান, ড. মোঃ ইলিয়াস উদ্দিন নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. কাজী আরিফ-উজ-জামান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *