কুয়েট শিক্ষক সমিতির নিন্দা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মাসুদ মাহমুদের উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেন অধ্যাপক মাসুদ মাহমুদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, ক্যাম্পাসে একজন অধ্যাপকের গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার মত ন্যাক্কারজনক ঘটনায় কুয়েট শিক্ষক সমিতি খুবই উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়ের মত একটি জ্ঞান ও গবেষণার প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোন ভাবেই কাম্য নয়। তিঁনি হামলাকারী এবং এর সাথে জড়িত অন্যদেরকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং এধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান।