কুয়েট রোড থেকে ১৭৩ পিস ইয়াবাসহ আটক ২
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ আলহিরা মাদ্রাসার সামনে থেকে গত রবিবার রাত সাড়ে ১০টায় ১৭৩ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। মেজর এএম আশরাফুল ইসলাম, পিপিএম এবং মেজর মোঃ আনিস উজ জামানের নেতৃত্বে র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে মোঃ ইনছান ফকিরের পুত্র মোঃ ইমান ফকির (২২), মোহাম্মাদ আলী বিশ্বাসের পুত্র মোঃ রায়হান বিশ্বাস (২৪) কে দেহ তল্লাশীকালে ১৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড ও ১টি মেমরী কার্ড সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উভয়ের বাড়ী খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং- ০৪, তারিখ-১৩/০১/২০২০।