কুয়েট মাষ্টাররোল কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) মাষ্টাররোল কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন গতকাল বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন মোট ৭ জন প্রতিদ্ব›িদ্বতা করে। নির্বাচনে সভাপতি পদে শামীম রেজা (নিরাপত্তা শাখা) ৪৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল করিম (রসায়ন বিভাগ) ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
এছাড়া সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম (পদার্থ), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম হিরা (লালন শাহ হল), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম রবি (প্রকৌশল শাখা), দপ্তর সম্পাদক পদে মোঃ তাইফুর রহমান রিপন (প্রকৌশল শাখা), কোষাধ্যক্ষ পদে আব্দুর জব্বার মোল্যা (নিরাপত্তা শাখা), সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রাসেল শেখ (আইডিএম), প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রাজিয়া বেগম (নিরাপত্তা শাখা)এবং নির্বাহী সদস্য পদে আনিছা (নিরাপত্তা শাখা) বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কুয়েটের সেকশন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের মোট ৮৯জন ভোটারের মধ্যে ৮৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জিএম মনিরুজ্জামান ও শেখ আমিনুল ইসলাম।