কুয়েট বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
কুয়েট বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের বর্ধিত সভা গতকাল সোমবার বিকাল ৫টায় ক্যাম্পাস্থ দুর্বার বাংলা চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সোনালী বিনতে শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামান হানিফের পরিচালনায় বক্তৃতা করেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম, সহ-সাংগঠনিক সুবির দত্ত, চন্দ্র শেখর হালাদার, মো. হাফিজুর রহমান, স্বাগতম মল্লিক, মীর রফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মোঃ আউব আলী, রাজু সরকার, শেখ সফিকুল ইসলাম, রাজু আহমেদ, মো. শফিউদ্দীন শফি, মোঃ শহিদুল ইসলাম আজিম, শামিমা আক্তার, শামিম রেজা, মোঃ বাবুল ফকির, মোঃ আবুল কালাম, মোঃ আরিফুল ইসলাম মুন্না, স্বাগতম মল্লিক, মোঃ নুর হোসেন, মোঃ শফিকুল ইসলাম, হাফিজুর রহমান, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় নেতৃবৃন্দ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, খুলনা ৩ আসনের সংসদ বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে পুনরায় প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানান একই সাথে বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বর্ধিত সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।