কুয়েট ক্যাম্পাসস্থ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গতকাল রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিনি বলেন, “বিদ্যালয় থেকেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ভীত তৈরী হয়। ভালো রেজাল্ট করে পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তি হলে এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এস. এম. মনিরুজ্জামান ও প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ। খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুর ইসলাম ও সহকারী শিক্ষক তালেবুর রহমান রাকিব। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য শেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।