কুয়েট কর্মচারি সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
কুয়েট কর্মচারি সমিতির (৪র্থ শ্রেনী) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসস্থ কর্মচারি খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএস টু ভিসি এফ এম সাইফুল্লাহ, সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ আক্কাজ আলী, মোঃ ফারুক হোসেন (সেকশন অফিসার গ্রেড-২)। কর্মচারি সমিতির (৪র্থ শ্রেনী) সভাপতি মোঃ শেখ এরশাদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী রনির পরিচালনায় অনুষ্ঠানের বক্তৃতা করেন কর্মচারী সমিতি (৩য় শ্রেনী) সভাপতি মোঃ মামুনুর রশিদ জুয়েল, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, অলিয়ার রহমান রাজু, মুরাদ হোসেন, পারভেজ আলম, কাজী আব্দুল কাদের, আঃ বারেক, সবুজ কাজী, মিলন, শেখর হালদার, রেজাউল ইসলাম, মুনছুর, রহিম, নার্গিস বেগম প্রমুখ নেতৃবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।