কুয়েট কর্মচারি সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
কুয়েট কর্মচারি সমিতির(৩য় শ্রেনী) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসস্থ কর্মচারি খেলার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএস টু ভিসি এস এম সাইফুল্লাহ, সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ আক্কাজ আলী, নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন প্রামানিক। কর্মচারী সমিতির (৩য় শ্রেনী) সভাপতি মোঃ মামুনুর রশীদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক পারভেজ আলম।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ইমরুল ইসলাম, আব্দুল ওহাব, রেজওয়ানুর রহমান নাঈম, সোহেল রানা, মেহেদী হাসান, ইকবাল হোসেন, নুর মোহাম্মাদ বিশ্বাস, হাফিজুর রহমান, জালাল মুন্সি, সোনালী বিনতে শরিফ, রুমা খন্দকার মুন্নি, মিঠুন কুমার দাস, বাবুল, সাইফুল ইসলাম, সুবির দত্ত, তৈয়বুর রহমান, জসিম উদ্দিন, ইমরান আলী রনি, হাফিজ শেখ, জাকারিয়া প্রমুখ নেতৃবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।