কুয়েটে সিএসই বিভাগের সেমিনার অনুষ্ঠিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে “ইঞ্জিনিয়ার্স পাথ টু এন্ট্রিপ্রিনারশিপ ইউটিলাইজিং আইটি ইনকিউবেটর” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির সহযোগিতায় গতকালশনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ এবং আইসিটি ডিভিশনের হাই-টেক পার্ক প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর জনাব এ. এন. এম. শফিকুল ইসলাম।
সেমিনারের ‘এক্সপেক্টেশনস এন্ড চ্যালেঞ্জেস অফ এন্ট্রিপ্রিনারশিপ’, ‘এন্ট্রিপ্রিনারশিপ উইথ অ্যাসেস টু ইনফরমেশন (এ২আই): ইনোভেশনস ফর বেটার সোসাইটি’, ‘এ পাথ এন্ট্রিপ্রিনারশিপ: কুয়েট টু সিলিকন ভ্যালী’, ‘ইনকিউবেটরস, স্টারটাপস এন্ড স্পাইনার কম্পানিস ইন ইউকে’ এবং ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি কমার্শিয়ালাইজেশন এন্ড রোলস অফ ইউনিভার্সিটিজ: লেসনস ফ্রম মালয়েশিয়া’ শীর্ষক কারিগরী সেশন পরিচালনা করেন যথাক্রমে জিআরএএম লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আব্দুল মতিন, আইসিটি ডিভিশনের এ২আই প্রোগ্রামের প্রজেক্ট ডাইরেক্টর জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, ইউএসএর’র ইউবিট্রিক্স ইন্স. এর সিইও প্রকৌশলী মোঃ মিফতা উদ্দীন, ইউকে’র ইউনিভার্সিটি অব অলসটার এর ড. এন. সিদ্দিকী এবং কুয়েটের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল হক আকন্দ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।