কুয়েটে শিবির সভাপতিসহ তিনজনকে পুলিশে সোপর্দ
দ: প্রতিবেদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জঙ্গী সংগঠন হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতিসহ তিনজন নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও বিভিন্ন হল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ইসলামী ছাত্র শিবিরের কুয়েট শাখার সভাপতি মাহাদী হাসান, আইইএম বিভাগের সভাপতি রেজা এবং আইইএম বিভাগের সাধারণ সম্পাদক শাহীন। আটককৃতরা সবাই আইইএম বিভাগের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী। এসময় এদের কাছ থেকে বিপুল পরিমান বই পুস্তক ও রেজিষ্ট্রার উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আটককৃত ইসলামী ছাত্র শিবিরের নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের দাবিতে সোমবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।