কুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা এবং বিকাল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি এবং সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
ক্রীড়া প্রতিযেগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের দৌড়, উচ্চ লাফ, লাফ ধাপ ঝাপ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, রিলে রেস, তিন পায়ে দৌড়, ভাগ্য দৌড়, ধীরে সাইকেল চালনা, ভারসাম্যের দৌড়, অন্ধের হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, বালিশ বিতরণ, দড়ি টানা-টানি ইত্যাদি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত ২৭ ফেব্রæয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টসমূহ শুরু হয়।