কুয়েটে ‘ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রনটিয়ার টেকনোলজিস’ শীর্ষক সেমিনার
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, ডিজিটাল বাংলাদেশ এবং স্টার্টআপ বাংলাদেশ এর সহযোগিতায় “ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রনটিয়ার টেকনোলজিস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের একটিং ভাইস-চ্যান্সেলর সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক এবং সিএসই বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম। অনুষ্ঠানে কীনোট স্পিকার ছিলেন আইডিয়া এর কনসালটেন্ট মোঃ দেওয়ান আদনান।