কুয়েটে দুই দিনব্যাপী ‘প্লানেশন ২.০’ শুরু
খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘প্লানেশন ২.০’ শুরু হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক তুষার কান্তি রায়।
দুই দিনব্যাপী ‘প্লানেশন ২.০’ এ ফটো এক্সিবিশন, পোস্টার প্রেজেন্টেশন কনটেস্ট, কেস স্টাডি কনটেস্ট, জিআইএস কনটেস্ট, গেমিং কনটেস্ট, ক্যাড ড্রাফটিং কনটেস্ট ও সেমিনার অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৫ মার্চ সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ‘প্লানেশন ২.০’ শেষ হবে। অনুষ্ঠানে কুয়েটসহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কুয়েট ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।