কুয়েটে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল কাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে আগামীকাল রবিবার দিনব্যাপী বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে মেকানিক্যাল অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথম বারের মত “বার্জার প্রেজেন্টস ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল’ পাওয়ার্ড বাই সিনকোস” এবং স্পনসর্ড বাই বাংলা মার্ক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও ওজোপাডিকো লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন। ফেস্টিভ্যালে ক্যারিয়ার অপরচুনিটি বিষয়ক সেমিনার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অন ক্যাম্পাস রিক্রুইটমেন্ট প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে বার্জার, সিনকোস, বাংলা মার্ক, ওয়ালটন, বিএসআরএম, রানার, নিটল-নিলয়, প্রাণ-আরএফএল, আর্টিসান ক্রাফ্ট, সাইহাম গ্রæপ, মোবিল, হ্যামকো, বিইওএল, শাশাটেক্স, বিডি ভেনচুরা এবং ডেক্যাথলন। ফেস্টিভ্যালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্নœ বিভাগের সদ্য পাশ করা গ্রাজুয়েটগণ অংশগ্রহণ করবেন।