কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালী শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে লাইব্রেরীর সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, রেজিস্ট্রার জি এম শহিদুল আলম। এসময় বক্তারা বলেন, “বইয়ের বিকল্প কেবলমাত্র বই। মানুষের সুপ্ত প্রতিভা এবং মননশীলতার বিকাশে বইয়ের কোন বিকল্প নেই”। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।