কুয়েটে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের আয়োজনে এবং বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় “এপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স ইন ডিফরেন্ট ফিল্ডস” শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে কর্মশালার উদ্বোধন করেন ইউজিসি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ ও বাংলাদেশ গণিত সমিতির সেমিনার/ওয়ার্কশপ কমিটির কনভেনর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফ উদ্দীন। গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন গনিত বিভাগের প্রফেসর ড. মোঃ বজলার রহমান। কর্মশালায় গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্র্থীগণ অংশগ্রহণ করেন।