December 21, 2024
আঞ্চলিক

কুয়েটে এন্ট্র্রিপ্রিনারশিপ উইথ আইটি ইনোভেশন শীর্ষক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় দিনব্যাপী “এন্ট্র্রিপ্রিনারশিপ উইথ আইটি ইনোভেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ০৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আমিনুল হক আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টর এ এন এম শফিকুল ইসলাম এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান।

কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন; ইউএসএ এর ইউবিট্রিক্স ইন্স. এর সিইও প্রকৌশলী মোঃ মিফতাহ উদ্দিন; মাজজেক ইন্স. এর সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও প্রকৌশলী আবিদুর রহমান মল্লিক এবং স্টাটা এর প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ তাসদিক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *