কুয়েটে ইন্ট্রা ম্যাথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) “ইন্ট্রা কুয়েট ম্যাথ ফেস্টিভ্যাল ২০১৯” অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার দিনব্যাপী ইভেন্টটি কুয়েটের ২কে১৮ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজন করে কুয়েট ম্যাথ ক্লাব। মজায় মজায় কিভাবে গণিতের সাথে সম্পৃক্ত হওয়া যায় সেই উদ্দেশ্য নিয়েই প্রতিবছর ‘ইন্ট্রা কুয়েট ম্যাথ ফেস্টিভ্যাল’ আয়োজন করে থাকে কুয়েট ম্যাথ ক্লাব।
দিনব্যাপী এই ফেস্টিভালে গণিত অলিম্পিয়াড, গেম অফ ম্যাটাথ্রোনস, ব্রেইন গেমস, ম্যাথফি, ইন্টারেক্টিভ সেশন ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিকালে ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। সভাপতিত্ব করেন কুয়েট ম্যাথ ক্লাব এর মডারেটর বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেন।