কুয়েটে আন্তঃহল ক্রিকেট টুর্ণামেন্ট শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্তঃহল ক্রিকেট টুর্ণামেন্ট গতকাল শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং এ্যাকটিং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী হামিদুল বারী। অনুষ্ঠানে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৫ উইকেটে ফজলুল হক হলকে পরাজিত করে। ফজলুল হক হল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ফজলুল হক হল ৭ উইকেটে নির্ধরিত ২০ ওভারে ১২০ রান সংগ্রহ করে। জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ৫ উইকেটে ১৮.৪ ওভারে ১২২ রান সংগ্রহ করে। বিজয়ী দলের মোঃ আশিকুর রহমান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ছয়টি হল প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি হওয়ার পর পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দলের মধ্যে আগামী ২৬ মার্চ ২০১৯ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।