কুয়েটে আজ থেকে ঈদের ছুটি
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আজ বুধবার থেকে ১৪ আগস্ট বুধবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা’র ছুটি ঘোষনা করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করা হবে। পরবর্তীতে ১৬ ও ১৭ তারিখ যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ১৮ আগস্ট রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।
উল্লেখ্য, নিরাপত্তা, মেরামত ও চিকিৎসাসহ জরুরী সেবা সংশ্লিষ্ট দপ্তরসমূহ ছুটিকালীন সময়ে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।