কুয়েটে আইকিউএসি’র কর্মশালা শুরু
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী ‘এপ্লিকেশন অফ ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাট পাবলিক সেক্টরঃ ফোকাস অন ইউনিভার্সিটি’স ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ০৯ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোঃ রেজাউল করিম হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণ, শাখা প্রধানগণ এবং অর্থ, হিসাব, বাজেট ও প্রকিউরমেন্টের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। কর্মশালার প্রথমদিন শুক্রবার পাঁচটি সেশন এবং আজ শনিবার শেষদিন পাঁচটি সেশন অনুষ্ঠিত হবে।