কুয়েটে আইকিউএসি’র আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘আপলিফটিং ইউনিভার্সিটি আউটকামস উইথ এ ভিশন কোয়ালিটি এডুকেশন এন্ড কোয়ালিটি রিসার্চ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের এ্যাকটিং ভাইস-চ্যান্সেলর ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়ার সিডনির সোলার ই টেকনোলজী ইন্টারন্যাশনাল এর প্রিন্সিপাল এন্ড ডিরেক্টর ড. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণসহ অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন।