কুয়েটে আইইইই পিইএস দিবস পালিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক (ইইই) ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে আইইইই পিইএস দিবস গত মঙ্গলবার পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইই’র স্টুডেন্টস ব্রাঞ্চ কাউন্সিলর প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিঃ মোঃ শফিক উদ্দিন।
অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রেজাউল করিম, খুলনা পাওয়ার কোম্পানী লিমিটেড এর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ফেরদৌসি সুলতানা, পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ বখতিয়ার, নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী বাংলাদেশ এর সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন। অনুষ্ঠানে কুয়েটের ইসিই বিভাগের প্রফেসর ড. মনির হোসেন এবং ইইই বিভাগের প্রফেসর এ এন এম এনামুল কবীরসহ শতাধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করে।